Type Here to Get Search Results !

জিয়ার নাম পরিবর্তন করে 'মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর' রাখার দাবীতে ছাত্রলীগের মানববন্ধন

 


মোহাম্মদ জুবাইর ,চট্টগ্রাম।

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে জিয়ার নাম বাদ দিয়ে "মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর" রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় নেতৃবৃন্দরা বিএনপি নেতা ডাঃ শাহাদাত কে বাকলিয়ায় অবাঞ্জিত ঘোষণা করেন।


৩১/৫/২০২১ ইং রোজ সোমবার ,১৭ পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ কাদেরের সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ 'র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইমাম উদ্দিন নয়ন, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান, হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী নাঈম, বাকলিয়া থানা ছাত্রলীগের সদস্য শহীদুল ইসলাম বাবু, ইমরানুল হক সাগর, ফজলুল হক রিসাদ, হিরু বড়ুয়া, সঞ্জিত ঘোষ, ইমরান আকিব, মোঃ আব্দুল্লাহ, ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, ওমরগণি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা তুজাম্মেল খান ফিরুজ, এ.কে নাঈম, সৈয়দ মোঃ মেহেদী হাসান, রাকেশ দেব, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগ নেতা আসিফুর রহমান শাকির, মোঃ জুনায়েদ, সোহাম আহামেদ সাগর, খালেক জানি, আসিফ বিন আজাদ সাকিব, ওয়াহিদ জিহান, দিন ইসলাম সাকিল, শেখ আবু সালেমিন তানভীর, মোঃ রুবেল হোসেন, নাজমুল হোসেন অভি,  আহনাফ সিয়াম, সাকিব হোসেন, সাইফুল ইসলাম, আইয়ান জিয়া, লাভিব চৌধুরী, মোঃ হৃদয়, মোঃ হাসান, আসিফ বিন আজাদ রাকিব, আহম্মেদ রেজা, ইয়াসির ইসফার, মোহাম্মদ সায়েম প্রমুখ।


এসময় উপস্থিত ছাত্রলীগ নেতা কর্মীরা জিয়াউর রহমানকে 'খুনি জিয়া' নামে সম্বোধন করে বলেন, 'বীর চট্টলার মাটিতে খুনি জিয়ার নামে কোন স্থাপনা ও জাদুঘর নয়,জিয়ার নাম পরিবর্তন করে দ্রুত মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর রাখার দাবী জানাচ্ছি।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119