জীবন সৌন্দর্য || কবিতা


মোহাম্মদ মুজিবুল হক

বেগ আবেগকে বন্দী করলো

বিবেকটা আজ নেই কাছে, 

হিতাহিত জ্ঞান হারিয়ে মানুষ

বহু অনাচারে ডুবে আছে।


বিবেক শুন্যতার ফল হিসেবে  

মানবতাবোধ হারিয়ে গেলো,

প্রেম-প্রীতি কোথায় পালালো

সর্বত্রই হিংস্রতা নেমে এলো।


বেগ দিলো মোরে চলার গতি 

দেশ থেকে দেশে চলছি ছুটে, 

আবেগের ফল প্রীতির বন্ধন 

কেনো জানি আজ গেল ঠুঁটে।


সবাই যেনো যান্ত্রিক হয়ে গেছি

স্বকীয়তাবোধ লুপ্ত হয়ে গেলো, 

দুধের স্বাদ ঘোলে মেটাতে চেয়ে

সামাজিক বন্ধন শিথিল হলো।


পরস্পর প্রীতি সম্ভাষণ সংস্কৃতি 

সালাম শুভেচ্ছা বিনিময় রীতি,

বড়দের সম্মান ছোটদের আদর

জানে সবে ধর্মের অকাট্য নীতি। 


এসব গুণের যথার্থ অনুশীলন নেই

নজরে আসছে চারিদিকে বড়ত্ব,

বিনয় নম্রতা যেনো নির্বাসিত হলো

মনোমন্দির আসন পাতে আমিত্ব।


আধুনিকতার নামে চিরায়ত ধারা

কখনো যেনো হারিয়ে না যায়,

আবেগ,বিবেক ও বেগের সমন্বয়ে 

জীবন সৌন্দর্যের সন্ধান পাই।

Post a Comment

0 Comments