Type Here to Get Search Results !

মানুষ খুঁজি

 

কবি:মাসুদ বিন মান্নান

হাজারো মানুষের ভীড়ে আমি

মানুষ খুঁজে পাই নি আজও!

দেখতে লাগে মানুষ সবাই,

কেন মনুষ্যত্ব আজ নেইকো কারো?


রক্তে মাংসে গড়া মানুষ দেখি 

ধরনীর মাঝে আছে ভুরি ভুরি! 

মনুষ্যত্বহীন মানুষে ই আজ 

ভরেছে দেখো এই বসুমতী।


ভাইয়ের বুকে ভাই আঘাত করে, 

মায়া মমতা সব লুণ্ঠিত যেন আজি 

ধরনীর বুকে, লুণ্ঠিত মানবতা! 

বাবার গলায় ও আজি ছুরি চলে, 

হারিয়ে গেছে দেখ মানবিকতা।


গর্ভদাত্রী মা জনম দুঃখিনী মা  

নিরাপদে নেই আজি হিংস্র 

সন্তানের রোসে পড়ে! 

বোনেদের অধিকার হরণ করছে 

ভাই সম্পত্তির ই মোহে পড়ে।


বাবা যেনো ভাইদের একক 

জন্ম দাতা,বোনেরা বানের 

জলে ভেসে আসা! 

নাহলে বাবার ধনে বোনেরা 

মালিক নয় কোথা থেকে 

এনেছো এমন কথা?


লেনা দেনায় আজ হিংস্রতা দেখি

ঐ মানুষ রূপি শত মানুষের,

কথা কাজে নেই মিল,ছলনায় আর ছলচাতুরিতে জীবন চলে, 

বেশ ধরে আছে ওরা সাধুদের।


সমাজের প্রতিটি পরতে পরতে 

হিংস্রতা দেখি আজ সীমাহীন!

ধর্ষণ,দূর্নীতি,খুন আর রাহাজানি 

চলছে অবলীলায় নিত্যদিন।


বন্ধু,ভালোবাসা নেই আজ

বুকে আশা ছলনার আঁচলে অন্তরীণ!

মধুমাখা প্রবচনে কাছে বসে আনমনে, 

স্বার্থসিদ্ধি হলে কেটে পড়ে স্বযতনে, 

আঘাত টা দিয়ে যায় ভাবনাহীন।


দোপায়ে ভর করা সহস্র মানুষ

আছে করিনিকো আমি ভাই

অস্বীকার! 


বিবেক বুদ্ধিহীন, ছলনায় নির্ভর মনুষ্যত্বহীন,দাম্ভীকতায়ও রয়েছে 

মজে,আছে কি এর কোন প্রতিকার?


তাইতো ভাবুক মন খুঁজে ফিরে

সারাক্ষণ, পাইনি কো আজো 

সেই মানুষের! 


হিংসা, বিদ্বেষ, রাহাজানি আর 

দাম্ভীকতা ছেড়ে হৃদয় উজাড় করে 

বাসবে ভালো সব মানুষের, তবেই 

আসবে ফিরে শান্তি জীবন নীড়ে 

জাগবে ভালোবাসা স্বদেশের।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119