কর্ণফুলীতে নতুন নামের মাদকসহ যুবক গ্রেফতার #ক্রিস্টাল_মেথ

 

কর্ণফুলী টিভি
ছবি: কর্ণফুলী টিভি 

নিজস্ব প্রতিনিধি >>

চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার পথে কর্ণফুলীতে ক্রিস্টাল মেথ নামের নতুন মাদকসহ মো. সাগর (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত ৪টার সময় উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে ৫  গ্রাম ক্রিস্টাল মেথসহ তাকে গ্রেফতার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ।

গ্রেফতারকৃত মো. সাগর (২৩) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়ুয়ার টেকের রানীর চরের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র। উদ্ধার মাদকের এর আনুমানিক দাম ৭৫ হাজার টাকা বলে ধারণা করছে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইসসহ সাগরকে গ্রেফতার করা হয়।  পরে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Post a Comment

0 Comments