Type Here to Get Search Results !

কনে বরের হাতে তুলে দেওয়ার সময় হাজির ইউএনও ; বিয়ে ভঙ্গ!

 

ভোজ শেষে  স্কুলছাত্রীর বিয়ে পণ্ড

ভোজ শেষে স্কুলছাত্রীর বিয়ে পণ্ড

শেষ হয়েছিল বিয়ের ভোজ, প্রায় সম্পন্ন হয়েছিল বিয়ের সমস্ত আয়োজন, ঠিক এমন সময় বিয়ে বাড়িতে হাজির ইউএনও রুমানা তানজিন অন্তরা। বন্ধ করলেন দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে।
সোমবার (২১ জুন) বিকেলে উপজেলার সহদেবপুর ইউনিয়নের চক বানিয়াফৈর গ্রামের ছামাদ মন্ডলের বাড়িতে গিয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেন তিনি।

জানা যায়, উপজেলার সহদেবপুর ইউনিয়নের চক বানিয়াফৈর গ্রামের ছামাদের মেয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তারের সাথে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈদানপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে আবু আহসানের বিয়ে ঠিক হয়। সে অনুয়ায়ী সোমবার বিকেলে তাদের বিয়ের আয়োজন চলছিলো। পরে খবর পেয়ে সাথে সাথেই ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হাজির হন ইউএনও রুমানা তানজিন অন্তরা এবং বন্ধ করে দেন বাল্য বিবাহ। এসময় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে নয়, এই শর্তে ওই শিক্ষার্থীর মা-বাবার মুচলেকা নেন। একই সঙ্গে তিনি করোনা কালীন সময়ে সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে জনসমাগম সৃষ্টি করায় কনে পক্ষকে ৫ হাজার ও বর পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা বলেন,বাল্যবিয়ের বিরুদ্ধে কালিহাতী উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এসময় তিনি এবিষয়ে জনপ্রতিনিধিদেরও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান এবং করোনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119