কর্ণফুলীতে পানিতে ডুবে মারা গেলেন শিশু

 


নিজস্ব প্রতিনিধি,,
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের ৫ নং ওয়ার্ডে পানিতে ডুবে সামিয়া আক্তার শ্রাবন্তি (৭) নামের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৭ জুলাই) শিশুটির মরদেহ উপজেলার খোয়াজনগরস্থ ৪ নং ওয়ার্ডের একটি বেসরকারি ফ্যাক্টরীর পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়।

নিহত শ্রাবন্তি উপজেলার খোয়াজনগর ৫নং ওর্য়াড এর নুর মোহাম্মদ এর কলোনির ভাড়াটিয়া মোঃআলমগীর হোসেনের দ্বিতীয় সন্তান। সে পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।


পরিবারসুত্রে জানা যায়, প্রতিদিনের মতো অন্যান শিশুদের সাথে খেলতে বের হয় সামিয়া আক্তার, এক সময় খেলার চলে সে অন্য বন্ধুদের সাথে শাক তুলতে গিয়ে সে নিখোঁজ হয়, পরে আমরা খোঁজাখোজি করে এবং এলাকায় মাইকিং করে কোনো সন্ধান পায়নি, আজ সকালে খবর পায় আজিমপাড়াস্থ ডিভাইন গামেন্টস এর পাশের একটি জমিতে লাশ দেখতে পেয়ে আমাদের কে খবর দিলে আমরা গিয়ে লাশ শনাক্ত করি এবং বাসায় নিয়ে এসে পুলিশ কে খবর দিই।
এদিকে ঘটনাস্থলে গিয়ে কর্ণফুলী থানা পুলিশ এর উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন এর নেতৃত্বে মহিলা পুলিশ সদস্য লাশের শরীরে তল্লাশি করে কোন আঘাতের চিহ্ন না পেয়ে এবং পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না করায় লাশটি ময়না তদন্ত ছাড়া তাঁর পরিবারের নিকট হস্তান্তর করে।

Post a Comment

0 Comments