অনুভূতি - শামীমা বেগম


অনুভূতি 

শামীমা বেগম

তোমায় নিয়ে বাঁধবো বাসা আকাশের ঐ নীলে

তারারা সব আলোক দেবে দেখবো দুজন মিলে

ব‍্যথা যত মুছে দেবো ভালোবাসার স্পর্শে

সুখ সাগরে ভাসবে তুমি স্বপন আজি হর্ষে ।


ডানা মেলে উড়বো আমি প্রজাপতির রাসে 

তোমার ছোঁয়ায় জীবন আমার সুখ তরীতে ভাসে 

খোঁজে নেবো শান্তি আমার ভালোবাসার ক্রাশে

কাম বাসনায় মত্ত তুমি ডুববে প্রেমের আশে ।


হতাশ যখন থাকবে তুমি দুঃখ জীবন জোরে 

সকল অভাব ঘোচাও তোমার বেঁধে প্রেম ডোরে 

রাখবো বাজি জীবন আমার তোমার মঙ্গল চেয়ে

তোমার তরে হবো সুখী আসুক বাঁধা ধেয়ে।


যতই আসুক ঘূর্ণি তুফান বাঁচবো একই প্রাণে

হৃদ কাননে মাতাল হবো হাজার ফুলের ঘ্রাণে 

অবিশ্বাসের যাঁতাকলে বিশ্বাস যেন না ভঙে

সুখের বাসর গড়বো মোরা ভালোবাসার রঙে ।।

                                             

                   

Post a Comment

0 Comments