Type Here to Get Search Results !

কোপার সেরা একাদশে নেই ফাইনালের সেরা খেলোয়াড়


কোপা আমেরিকার সেরা একাদশে জায়গা পাননি ফাইনালের সেরা খেলোয়াড় আনহেল ডি মারিয়া। একাদশে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। রানার্সআপ ব্রাজিলের তিনজন খেলোয়াড় রয়েছে আসরের সেরা একাদশে। কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা করেছে আসরের আয়োজক ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- কনমেবল। মঙ্গলবার রাতে টুইটারে সেরা একাদশ ঘোষণা করে আয়োজকরা। একাদশে চিলি, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরু থেকে জায়গা পেয়েছেন একজন করে খেলোয়াড়।

আর্জেন্টিনার চার জন হলেন: ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ জেতা লিওনেল মেসি, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও ক্রিস্তিয়ান রোমেরো। তিন ব্রাজিলিয়ান হলেন মেসির সঙ্গে যৌথভাবে আসরের সেরা খেলোয়াড়ের খেতাবজয়ী নেইমার, ডিফেন্ডার মার্কিনহোস ও মিডফিল্ডার কাসেমিরো। এবারের কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা কুড়ায় আর্জেন্টিনা।
জয়সূচক একমাত্র গোলটি করেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) উইংগার ডি মারিয়া। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার কুড়ান ডি মারিয়াই। সেরা একাদশের আক্রমণভাগে মেসি-নেইমারের সঙ্গে স্থান পেয়েছেন লুইস দিয়াজ। আসরে মেসির সমান ৪ গোল পেয়েছেন কলম্বিয়ার এ স্ট্রাইকার। তবে ৪ গোলের সঙ্গে  ৫টি অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পুরস্কার জেতেন মেসি। 

কোপা আমেরিকার সেরা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
ডিফেন্ডার: মাউরিসিও ইসলা (চিলি) , মার্কিনহোস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান  (ইকুয়েডর) ও ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা)।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা), ইয়োশিমার ইয়োতুন (পেরু) ও কাসেমিরো (ব্রাজিল)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119