শোক দিবসের ভাবনা--মোহাম্মদ মুজিবুল হক

 


শোক দিবসের ভাবনা

মোহাম্মদ মুজিবুল হক 


বঙ্গবন্ধুকে হত্যা করে

যারা বলেছিল 

"All are finished"

তারা আজ আস্তাকুঁড়ে, 

বঙ্গবন্ধু মরেও অমর

বাঙালির মনোমন্দিরে।


এ কেমন ঘৃণিত ঘাতক

যাদের হাত কাঁপেনি! 

পিতাকে হত্যা করেও

তারা একটুও কাঁদেনি!


খুনিদের আস্ফালন দেখে 

বিশ্ববাসী বিস্মিত হয়,

তাদের কুকীর্তি যুগ জনমে

ঘৃণার আবরণে রয়।


স্বাধীনতা এনে দিলেন

বঙ্গবন্ধু মহান নেতা,

তাঁকে হত্যা করায় বাঙালি 

হারালো তাদের পিতা। 


প্রভুর কেমন লীলা এ কী

দু'কন্যা বেঁচে যায়, 

পিতার স্বপ্নের সারথি হতে

জাতি দিশা খুঁজে পায়।


অর্থনৈতিক মুক্তি আসুক

দারিদ্রতা ঘুচে যাক,

সুখী,সমৃদ্ধ,স্বনির্ভর হয়ে

বাংলাদেশ টিকে থাক।

Post a Comment

0 Comments