নিজস্ব প্রতিনিধি,,
কর্ণফুলী উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ পেয়েছেন শিরীন আক্তার। বর্তমানে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহাকে কর্ণফুলী থেকে কুমিল্লা দাউদকান্দি উপজেলায় বদলি করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম ) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুকান্ত সাহা-সহ আরো ১০ এসিল্যান্ডের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, শিরীন আক্তার বর্তমানে খাগড়াছড়ি রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন । শিরীন আক্তার ৩৫তম বিসিএসের ক্যাডার। নিজ জেলা নেত্রকোনা।
অপরদিকে পৃথক আদেশে কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. নুর চৌধুরীকে চট্টগ্রাম এল.এ শাখায় বদলি করা হয়েছে। তারস্থলে কর্ণফুলী ভূমি অফিসে কানুনগো হিসেবে পদায়িত হয়েছেন মো. সেলিম।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇