নিজেকে জানো - মোহাম্মদ মুজিবুল হক

 


নিজেকে জানো

মোহাম্মদ মুজিবুল হক

জানতে চাও কতো কিছু 

জানার নাহি শেষ,

সবার আগে নিজেকেই 

জানতে হবে বেশ।


কেনো আসলে এই ভবে

একটু চিন্তা করো,

সৃষ্টির সেরা হলে তুমি

হলে সবার বড়ো।


বড়ো কেনো হলে তুমি 

অন্য সৃষ্টির চেয়ে,

সৃষ্টিতে তুমি ধন্য হলে

সব নিয়ামত পেয়ে।


স্রষ্টা তোমায় দয়া করে

গড়েন সেরা ধাঁচে,

ভালো কাজে প্রিয় হবে 

মহান প্রভুর কাছে। 


জ্বিন ফেরেশতা পায় নি

কদর তোমার মতো,

সেটা হারালে ভুগবে তুমি

কঠিন আজাব যতো।


নিজের মাঝে ডুব দিলে

প্রভুর পরিচয় পাবে,

নিজেকে চিনে ধন্য হলে

সুখের স্বর্গে যাবে।

Post a Comment

0 Comments