যেভাবে ক্লাসে যাবে - মোহাম্মদ মুজিবুল হক

 



যেভাবে ক্লাসে যাবে

মোহাম্মদ মুজিবুল হক 


মাস্ক পরে বের হবে

স্কুলের পানে,

ছোটাছুটি করবে না

ইচ্ছার টানে।


হাতে হাত রাখবে না

বন্ধুর সাথে,

অভিমান কিছুই নয়

একদম তাতে।


হ্যান্ড রাব সাবান দিয়ে 

হাত ধোবে সবে,

জনসমাগম,ভীড় হলে

তা এড়িয়ে রবে।


সারি করে যাবে সবাই 

হুড়োহুড়ি নাই,

স্বাস্থ্যবিধি মানতে হলে

এসব করা চাই।


অ্যাসেম্বলি আপাতত না 

শিশু শ্রেণিও বন্ধ,

আনন্দে পাঠদান করলে

দূর হবে সব দ্বন্দ্ব। 


ফাঁক রেখে বসো সবাই

বেঞ্চের মাঝে, 

মশগুল থাকতে হবে

লেখাপড়ার কাজে।


সর্দি-জ্বর কাশি হলে

বের হইয়ো না,

এসব উপসর্গ থাকলে

স্কুলে এসো না।


ধীরে ধীরে পড়াশোনা 

চালু হয়ে যাবে, 

শিক্ষা গ্রহণের সুযোগ 

শিক্ষার্থীরা পাবে।

Post a Comment

0 Comments