কন্যা - মোহাম্মদ মুজিবুল হক

 


কন্যা

মোহাম্মদ মুজিবুল হক 


কন্যা সন্তান বোঝা নয়

সত্যি নয়নের মণি, 

তার অন্তর জুড়ে আছে

মায়া মমতার খনি।


কন্যা সন্তান খোদার দান

বড়ো আশীর্বাদ, 

ঘর হয় যে শান্তির নিবাস

নয় তো পরমাদ।


কন্যা সন্তান শুন্য আলয়

বড্ড লাগে ফাঁকা, 

সবকিছু চলতে থাকলেও 

থামে জীবন চাকা!


যাদের ঘরে কন্যা আছে 

তারা ভাগ্যবান,

শিক্ষা দীক্ষা চরিত্র দিয়ে

গড়ো পুণ্যবান।


যাদের তারা জন্ম দিবে

জগত সেরা হবে, 

বৃক্ষের পরিচয় ফলে হয়

মনে রেখো সবে।

Post a Comment

0 Comments