কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিষক্রিয়ায় মো. হাসান (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ৪ টার দিকে উপজেলার চরলক্ষ্যায় ধানক্ষেতে পোকা মাড়ার বিষ ছিটাতে গিয়ে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক।
তিনি বলেন, কর্ণফুলী থানার চরলক্ষ্যা থেকে বিষক্রিয়ায় আহত এক বৃদ্ধকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত বৃদ্ধের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। নিহত হাসান কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার মো. শফির ছেলে বলে জানা গেছে।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇