চামচা গিরি - মোহাম্মদ মুজিবুল হক


 চামচা গিরি 

মোহাম্মদ মুজিবুল হক


ক্ষমতাবানের আশে পাশে

সদা ঘুর ঘুর করে, 

বর্ণচোরা সে বোল পাল্টে 

আজীবন ধামা ধরে।


তার নেই তো নীতি আদর্শ 

নেই নির্দিষ্ট কোনো দল,

চামচা গিরি করে স্বাদ নেয়

ক্ষমতার উচ্ছিষ্ট ফল।


রাতারাতি ফুলে ফেঁপে উঠে 

ধরাকে করে সরা জ্ঞান, 

কাঙ্গালের ধন চুরির খেয়ালে 

করে থাকে ফন্দি-ধ্যান। 


চামচা ছাড়া রাজা অসহায় 

চামচা গিরিতে তুষ্ট, 

রাজার বর নিয়ে চামচা হয়

মোটা তাজা ও পুষ্ট।

Post a Comment

0 Comments