শেখ রাসেল - মোহাম্মদ মুজিবুল হক


 শেখ রাসেল 

মোহাম্মদ মুজিবুল হক


দশ বছরের ছোট্ট শিশু 

বেশ মায়াবী মুখ,

তাঁকে দেখলে বঙ্গবন্ধু 

পেতেন বেশি সুখ।


সবার ছোট শেখ রাসেল 

ছিলো জানের জান,

ঘাতকেরা কেড়ে নিলো 

নিষ্পাপ শিশুর প্রাণ।


তাঁর মধ্যে ছিলো যেনো 

শেখ মুজিবের ছবি,

বাঁচলে হয়তো হতো সে

রাজনীতির কবি।


রাসেল আজ বেঁচে নেই 

বেঁচে আছে স্মৃতি, 

তাঁর জন্য থাকলো অনেক

শ্রদ্ধা আর প্রীতি।

Post a Comment

0 Comments