কবিতা - হযরত মুহাম্মদ (স)

 


হযরত মুহাম্মদ 

(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 

মোহাম্মদ মুজিবুল হক 


বারো রবিউল আউয়ালে 

এসেছিলে ভবে,

তোমার পরশে ধন্য হলো

সৃষ্টি জগতে সবে।


সকল আঁধার কেটে গেলো

সেদিন ধরার মাঝে, 

জগতবাসী তোমায় পেয়ে

ছিলো খুশির সাজে।


মানুষ পেলো আলোর পথ 

ভুল পথ আর নয়,

জানিয়ে দিলে তুমি তাদের

আল্লাহর পরিচয়। 


এই দুনিয়ায় বান্দা হলো

আল্লাহর প্রতিনিধি, 

তাঁর দেওয়া বিধান মতে

চলবে নিরবধি।


তোমার কোনো উপমা নেই 

তুমিই শ্রেষ্ঠ রাসূল, 

তোমার প্রেমে স্বয়ং আল্লাহ 

সদা থাকেন ব্যাকুল।

Post a Comment

0 Comments