ভিক্ষুক -মোহাম্মদ মুজিবুল হক

 ভিক্ষুক

মোহাম্মদ মুজিবুল হক 

তারিখঃ২২/১০/২০২১


নিরুপায় হয়ে ভিখ মাগে

গায়ে অাজারির চিন, 

অনাহারে অর্ধাহারে থেকে

কাটায় রাত-দিন। 


পরনে থাকে ছেঁড়া বসন

দেহটা হাড্ডিসার, 

সুখ বলতে নেই জীবনে

বৃথা এই সংসার।


দ্বারে দ্বারে ঘুরতে থাকে 

সাহায্য লাভের তরে,

কখনো যদি লভে না তা

দুঃখের অশ্রু ঝরে।


ধনীর ধনে নিহিত আছে

ভুখা নাঙ্গার হিস্যা,

হিস্যা পেলে থাকবে না

ভিক্ষাবৃত্তির ইচ্ছা। 


ভিক্ষুক মুক্ত সমাজ গড়তে 

ধনীর ভূমিকা চাই, 

কর্ম সৃজনে সহায়তা দানে

উপায় খুঁজে পাই।

Post a Comment

0 Comments