Type Here to Get Search Results !

কর্ণফুলীতে মন্দিরে প্রতিমা ভাংচুর ; প্রশাসনের কঠোর নজরদারি

 


শারদীয় দুর্গোৎসবের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পূজা মণ্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।রাত পৌনে ৯টার দিকে উপজেলার জুরধা ইউনিয়নের শাহমিরপুর এলাকার সনাতন পাড়ায় হামলায় মণ্ডপের তিনটি প্রতিমা ভাঙচুর হয়।

স্থানীয়রা জানায়, জুলধা ইউনিয়নের সনাতনপাড়ায় জুরধা-শাহমিরপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের মণ্ডপে ৩০-৩৫ জনের একদল লোক এসে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে তিনটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা সুলতানা বলেন, সনাতন পাড়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে দুর্গাপূজোর কয়েকটি প্রতিমা ভাঙচুর হয়েছে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, কুমিল্লার ঘটনার জেরে কিছু লোক সনাতন পাড়া পূজো মণ্ডপে হামলা করেছে। এতে তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে।তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

তাৎক্ষণিক  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন,  কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব ফারুক চৌধুরী,  ডিসি পোর্টের মেহেদী হাসান, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার জনাবা শাহিনা সুলতানা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) শিরিন আক্তার , কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ ও পূজা মণ্ডপের সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ।

অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে বলে উপজেলা চেয়ারম্যান আশ্বাস দেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119