খ্যাতির বিড়ম্বনা - মোহাম্মদ মুজিবুল হক

 

খ্যাতির বিড়ম্বনা 
মোহাম্মদ মুজিবুল হক 


দেশ জোড়া খ্যাতি লাভ

যার কপালে ধরে,

খ্যাতির বিড়ম্বনায় সে যে

দিবা নিশি পড়ে।


দম ফেলাতে ভীষণ দায়

পায় না অবকাশ,

বিড়ম্বনার শিকার হয় সে

করে যে হাসফাস। 


নানান ঝক্কি-ঝামেলা ঘটে 

চলতে ফিরতে তার,

পাপ্পারাজি পেছনে দৌঁড়ে

নিতে সাক্ষাৎকার।


আসতে থাকে কতো রকম

প্রশংসা মাখা বাণী,

মোসাহেবির খোশামোদও

বাদ পড়ে না জানি।


খ্যাতিমানের কীর্তির কথা

ধামাচাপা পড়ে,

তার দেখানো পথে চলতে 

কেহ নাহি লড়ে।


কীর্তিমানের মৃত্যু হয় না

কীর্তি গাঁথা গড়ো,

আপন মাঝে শক্তি ধরে

নিজেরে জয় করো।

Post a Comment

0 Comments