Type Here to Get Search Results !

বাবু ভাইয়ের স্মরণে--

 


বাবু ভাইয়ের স্মরণে--

মোহাম্মদ মুজিবুল হক। 


  আখতারুজ্জামান চৌধুরী এক ক্ষণজন্মা পুরুষ 

                              'বাবু ভাই' নামে যার পরিচয়,

শুধু চট্টগ্রাম নয়,বাংলাদেশের ইতিহাসে যার নাম  

                                    থাকবে অব্যয় ও অক্ষয়।

১৯৪৫ খ্রীঃ'র ০৩ মে আনোয়ারার হাইলধর গ্রামে

                           এক শুভক্ষণে তুমি জন্মেছিলে,

পিতা নুরুজ্জামান চৌধুরীর ঘর আলোকিত করে 

                        মাতা খোরশেদা বেগমের কোলে।

শৈশব-কৈশোর পেরিয়ে দেশে-বিদেশে পড়াশোনা 

              শেষে পঁয়ষট্টিতে ব্যবসা করেছিলে শুরু,

সাতষট্টিতে রাজনীতির পাঠশালায় নাম লিখিয়েছ 

                             বঙ্গবন্ধুই ছিলেন তোমার গুরু।

মাত্র পঁচিশ বছর বয়সে নির্বাচিত হয়েছিলে

                                 প্রাদেশিক পরিষদের সদস্য,

মুক্তিযুদ্ধের সময় তোমার ভূমিকা ও অবদান    

                                    জাতির কাছে সদা নমস্য।

শিল্পোদ্যোক্তাদের মধ্যে তুমি ছিলে অন্যতম 

                            বেকারদের করছো কর্মসংস্থান,

জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী ফোরামে

                                   দিয়েছো সফল নেতৃত্বদান।

জাতীয় সংসদের চার বারের নির্বাচিত এম. পি

                            হিসেবে করেছো অনেক উন্নয়ন,

ত্রিমুখী শাসনের কবল থেকে মুক্তি দিতে নতুন

        কর্ণফুলী উপজেলা সৃষ্টিতে রেখেছো অবদান।

তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান হে কর্মবীর

       তোমার মৃত্যু বার্ষিকীতে তোমাকে শ্রদ্ধায় স্মরি,                          

তোমার কর্মের মাঝে তুমি বেঁচে থাকবে চিরকাল 

                              তোমাকে নিয়ে মোরা গর্ব করি।

মহান আল্লাহর কাছে করি আকুল ফরিয়াদ

                          তিনি যেন তোমাকে করেন কবুল,

পরকালে বেহেশত দান করে চির শান্তিতে রাখেন

              মাফ করে দেন পার্থিব জীবনের সব ভুল।

দ্রষ্টব্যঃ অনুমতি ছাড়া কপি নিষেধ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119