Type Here to Get Search Results !

আখতারুজ্জামান বাবুর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা - চট্টগ্রাম দক্ষিণ জেলা

 



কর্ণফুলী প্রতিনিধি 
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,আনোয়ারা কর্ণফুলী থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত এবং মোনাজাত করে বিনম্র শ্রদ্ধায় পুষ্প অর্পণ করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা - চট্টগ্রাম দক্ষিণ জেলা।  আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) আখতারুজ্জামান চৌধুরী বাবুর  ৯ম মৃত্যু বাষিকী উপলক্ষে  কবর জিয়ারত এবং মোনাজাত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 



এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমদ, সহসভাপতি জামশেদ মোঃ গউস (রিকন), সুরজিত দত্ত সৈকত, ইঞ্জিঃ মোহাম্মদ আবদুল মালেক, দপ্তর সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, সহ-চারুকলা বিষয়ক সম্পাদক মোঃ ফোরকান, সদস্য মোঃ মোরশেদ আলম, সুমন, জুলধা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সাইমন, আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতা মোঃ বাবুল, মোঃ সোহেল শাহ, এস এম নাছির উদ্দীন, মোঃ রিফাত উদ্দিন, মোঃ ফারুক, মোঃ সোহেল, মোঃ শিপন, পূর্বকন্যারা ওয়ার্ড শাখার সভাপতি মোঃ রায়হান উদ্দিন সাগর, নিলমনি মজুমদার, মোঃ সাবের, মোঃ সোহান, মোঃ লিপন, মোঃ তারেক, মোঃ জুনায়েদ প্রমুখ।

মোনাজাতে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর আত্মার মাগফেরাত কামনা, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ করোনাভাইরাস থেকে দেশ-জাতিকে রক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

প্রসঙ্গত, আখতারুজ্জামান চৌধুরী বাবু দীর্ঘদিন ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৫ সালে আনোয়ারা হাইলধর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সালের ৪ নভেম্বর মারা যান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119