কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চাঞ্চল্যকর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যার প্রধান আসামি মোঃ রুবেল (খাট্টা রুবেল) (২২) ও তার সহযোগী মোহাম্মদ ইয়াসিন (২৫) কে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। থানার এস আই বেলায়েত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে বলে জানা যায়।
উল্লেখ্য,গত ১০ ডিসেম্বর রাতে চরপাথরঘাটাস্থ হল ২১ নামক কমিউনিটি সেন্টার থেকে একটি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে পুত্রের সামনে ব্যবসায়ী জাহাঙ্গীরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। চমেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত শনিবার বিকালে মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদি হয়ে কর্ণফুলী থানায় ১০জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇