কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কাঁচা মুদির দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাতের সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ৩টা ৪৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়। এই অগ্নিকাণ্ডে একটি কাঁচা মুদির দোকান পুড়ে যায়। এতে দোকানটির প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, কর্ণফুলী উপজেলার অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇