Type Here to Get Search Results !

ডোবায় ধরা পড়ল ২৯ কেজির বাঘাইড়


ডোবায় ধরা পড়ল ২৯ কেজির বাঘাইড়

নেত্রকোনার দুর্গাপুরে হারুন মিয়া নামের এক কৃষকের জালে ধরা পড়েছে ২৯ কেজির একটি বাঘাইড় মাছ। এ মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন এলাকাবাসী।


শুক্রবার (২৮ মে) সকালে উপজেলায় কাকৈরপড়া ইউনিয়নের গন্ডাবের এলাকায় কৃষকের বাড়ির পাশের ডোবাতে ধরা পড়ে মাছটি।


জানা যায়, কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কংস নদীর পানি বৃদ্ধি পায়। উপজেলার গন্ডাবের এলাকার বাসিন্দা হারুন বিশ্বাসের বাড়ির পাশের একটি ডোবা সঙ্গে এ নদীটি সংযুক্ত।


হারুন বিশ্বাস বলেন, শুক্রবার সকালে ডোবায় মাছ ধরতে কনুই জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে স্থানীয়দের সহযোগিতায় বাঘাইর মাছটি টেনে তীরে আনি। মাপা হলে এর ওজন ২৯ কেজির কিছু কম হয়। মাছ ব্যবসায়ীদের একজন ৪৫ হাজার টাকা দাম বললেও এলাকাবাসীর কাছে ৩৬ হাজার টাকায় বিক্রি করি।


তিনি আরো বলেন, ‘কংস নদীতে পানি আসায় কোনো এক সময় এ ডোবাতে মাছটি চলে আসে। জীবনে প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে’।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119