Type Here to Get Search Results !

কর্ণফুলীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন



কর্ণফুলী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকাল ৫টায় উপজেলার চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।

উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী মহোদয়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের মেম্বার, শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিউল আলম মেম্বার, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী, কর্ণফুলী ক্রীড়া সংস্থার অতিরিক্ত সেক্রেটারী এম. মহিউদ্দিন মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী আমজাদ হোসেন,

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী ইঞ্জি.জসীম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, ক্রীড়া সংস্থা সদস্য ও উপজেলা টীম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, উপজেলা দলের কোচ এম.এ রহিম, বাছাই কমিটির সদস্য শেখ মুহাম্মদ, ফরহাদ, ফরিদ, গ্রাউন্ড কমিটির সদস্য সিদ্দিক বাবু, মামুন, মুবিন, আরমান, সোহেল ও মিডিয়া কমিটির মোঃ নুরুল হক চৌধুরী, মোরশেদ আলম পাপফু, আকরাম হোসেন রানা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্ণফুলীর ক্রীড়ামোদী জনসাধারণ।


উপজেলার শিকলবাহা ও চরপাথরঘাটা ইউনিয়ন একাদশ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়। উদ্বোধনী ম্যাচে শিকলবাহা ইউনিয়ন একাদশ ০২ গোলের ব্যবধানে  চরপাথরঘাটা ইউনিয়ন একাদশকে পরাজীত করে।

নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা শেষে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা উপজেলা একাদশ অংশ নেবে জেলা পর্যায়ের টুর্নামেন্টে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119