ভূমিহীন কৃষক

 


মোহাম্মদ মুজিবুল হক 

অন্যের জমি চাষ করে

নেই নিজের জমি, 

ভূমিহীন কৃষক বলে তার 

দুঃখের নেই কমি।


বর্গা চাষী হিসেবে পায়

ফসলের অর্ধ ভাগ,

শ্রমের ফল ছাড়তে তার

জেগে উঠে রাগ।


রাগ অভিমান ভুলে গিয়ে

শ্রম সাধনায় থাকে,

শত কষ্টে দিন পার করে 

কে তার খোঁজ রাখে?


নুন আনতে পান্তা ফুরোয়

পায় না সুখের দেখা, 

দুঃখের জীবন নিয়ে থাকা 

তার কপালের লেখা।


কৃষকেরা জাতির মেরুদণ্ড 

যোগান দেয় খাদ্য, 

তাদের ভাগ্য বদলাতে দিন 

আছে যতটুকু সাধ্য। 


কৃষকের ভাগ্যোন্নয়ন হলে

জাতি সমৃদ্ধ হবে,

অভাব অনটন থাকবে না 

সবে শান্তিতে রবে।

Post a Comment

0 Comments