নিজস্ব প্রতিনিধি,,
লকডাউন না মেনে বিয়ের আয়োজন করায় কর্ণফুলী উপজেলার একটি কমিউনিটি সেন্টারকে ৭ হাজার টাকা এবং বরকনে পক্ষকে ৫হাজার করে ১০হাজার টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার উপজেলার 'এস আর স্কয়ার' নামের কমিউনিটি সেন্টার এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, ইতোমধ্যে করোনা প্রতিরোধে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এসআর স্কয়ার কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়।

0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇