কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি,,
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আয়াত (১৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রোববার (২৭ জুন) রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মো. আয়াত পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের কুরাংগিরি উত্তর পাড়া এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, কর্ণফুলী সেতু সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল চালক মো. আয়াতকে ধাক্কা দেয়। এতে আয়াত গুরুতর আহত হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ তাকে উদ্ধার করে রাতে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানা পুলিশ জানান, রাতে আয়াতকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়, পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇