
মাদালসা শর্মা
বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলের বউ মাদালসা শর্মাকে কম বেশি সকলেই চেনেন। হিন্দি, তামিল ও কান্নাড়া ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি।
মাদালসা বর্তমানে ভারতীয় চ্যানেল স্টার প্লাসে প্রচারিত সিরিয়াল ‘অনুপমা’তে কাজ করছেন। যেখানে কাভিয়া চরিত্রে দেখা যায়। আর সেই সিরিয়ালের সেটে এসেই পুত্রবধূকে সারপ্রাইজ দিলেন মিঠুন চক্রবর্তী।
শুধু পুত্রবধূ নয়, ‘অনুপমা’ সিরিয়ালের প্রধান অভিনেত্রী রূপালি গাঙ্গুলির সঙ্গে আড্ডা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। আড্ডার পাশাপাশি সিরিয়ালের সঙ্গে যুক্ত সকল সদস্যদের নিয়ে গ্রুপ ছবিও তুলেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

পুত্রবধূকে মিঠুন চক্রবর্তীর সারপ্রাইজ
শ্বশুরের থেকে সারপ্রাইজ পেয়ে মাদালসা বলেন, “বাবার থেকে এমন সারপ্রাইজ পেয়ে আমি সত্যি অবাক। ‘অনুপমা’ সিরিয়ালের সকল সদস্যরা এমন একজন বর্ষীয়ান তারকার সঙ্গে ছবি তুলতে পেরে বেশ আনন্দিত। দারুণ একটি সময় কেটে। বাবা সকলের সঙ্গে আড্ডা দিয়েছেন। আমার পারফরমেন্স নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। সেই সঙ্গে এমন একটি সিরিয়াল নির্মাণের জন্য নির্মাতার প্রশংসা করেছেন বাবা।”
#starplass
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇