Type Here to Get Search Results !

আনোয়ারায় সালিশ বৈঠকের ভিডিও ইস্যু, প্রতিবাদ করায় করেছে মারধর ; দিয়ে গেছে প্রাণনাশের হুমকি



নিজস্ব প্রতিনিধি,, 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এলাকার সকল বাসিন্দাদের নিয়ে তৈরি করা সামাজিক যোগাযোগ মাধ্যম 'হোয়াটসঅ্যাপ' এর গ্রুপে সামাজিক সালিসি বৈঠকের ভিডিও প্রকাশ করে এলাকার বাসিন্দা মো সিকান্দার।  এ ভিডিওটি প্রকাশ করায় প্রতিবাদ করেন এলাকার ইমাম শরিফের ছেলে মো ছৈয়দ আমিন। এ প্রতিবাদের জের ধরে হামলা চালিয়ে মারধর করেন ছৈয়দ আমিনকে। এসময় আহত হন ছৈয়দ আমিনকে বাঁচাতে আসা তিনজন।  উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। 


এ ঘটনায় মৃত ওমর আলীর ছেলে মো সেকান্দর(২৮) ও মো বেলাল(৪০) কে আসামি করে 'আনোয়ারা থানা'য় অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন, সেলিম শরিফের ছেলে রায়হান শরিফ, মো রাসেদ এবং নুরুল আমিনের ছেলে হাসান শরিফ।


অভিযোগ সুত্রে জানা যায়, এলাকার সামাজিক সালিসি বৈঠকের ভিডিও বিবাদী মো সেকান্দর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে তা অস্বাভাবিক মনে করে প্রতিবাদ করেন বাদী ছৈয়দ আমিন। এতে বিবাদী ক্ষিপ্ত হয়ে গত ১৯ জুলাই দুপুরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি আসার সময় তাদের আটকিয়ে লোহার এস এস পাইপ ও লোহার রড দিয়ে মারধর করেন। একপর্যায়ে দোকানের ছৈয়দ আমিনের পকেটে থেকে ৪০,২০০ টাকা নিয়ে নেন এবং যাওয়ার পথে প্রাণনাশের হুমকি দিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করেন। পরে আহতরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।


এ বিষয়ে ছৈয়দ আমিন বলেন, আমি ভিডিওটি নিয়ে প্রতিবাদ করায় আমাকে মারধরের চেষ্টা করছিল তারা। ঐদিন যখন আমি আসছিলাম তখন তারা তাদের দোকানের সমানে আটকিয়ে আমাকে এবং আমার অভিযোগের সাক্ষীদ্বয়দেরকেসহ মারধর করে। তারা বলে বেড়াচ্ছে আমরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলেছি এবং দোকান ভাংচুর করেছি, এটা মিথ্যা ও বানোয়াট। আমরা যদি তাদের উপর হামলা করতাম তাহলে আমরা চারজন কিভাবে আহত হলাম? তারা পরিকল্পিতভাবে আমাদের উপর আক্রমণ করে। 


অপরদিকে ছৈয়দ আমিনকে প্রদান আসামি করে ৯ জনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন প্রতিপক্ষ মো সেকান্দর। 

মো সেকান্দর জানায়, তার দোকানের  ঈদুল আযহা ও জাতীয় শোক দিবসের ২ টি বিলবোর্ড বসালে তাকে প্রথমে বাঁধা দেয়,পরে প্রতিপক্ষরা জড়ো হয়ে ঐ বিলবোর্ড ছেড়ে ফেলে এবং তার দোকান ভাঙচুর, লুট ও তাদের উপর হামলা করে। এসময় দোকান থেকে নগদ ১ লক্ষ টাকা ও ব্যবহৃত মোবাইলও নিয়ে যায় বলে জানায় আহত সেকান্দর।


এদিকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান আনোয়ারা থানা পুলিশ।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119