নুসরাত জাহান
আমি চাই এমন সমাজ
যেই সমাজে ধর্ষণ হবে না
আমি চাই এমন সমাজ
যেথায় ধর্ষকের ঠাই হবে না।
চাই না আমি এমন সমাজ
যে সমাজে নেতা ধর্ষক থাকে
চাই না আমি এমন সমাজ
যেথায় নারি জাতি অনিরাপদে।
আমি চাই এমন সমাজ
থাকবে না যেথায় হিংস্র নেতা
আমি চাই এমন সমাজ
যেথায় চলবে না অন্যায় প্রথা।
চাই না আমি এমন সমাজ
ধর্ষক যেথায় বিনা সাজায় ঘুরে
চাই না আমি এমন সমাজ
যে সমাজ মা বোনকে তুচ্ছ করে।
ধর্ষকের হবে না ঠাই,
তাদের বিচার চাই,
ধর্ষক, তার মানুষ নয় তারা ভিন্ন জাত।
ধর্ষকদের বন্দি করো,
তাদের ফাঁসি চাই,
বনের ঐ জানোয়ার হতে তাদের উৎপাত।।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇