রুটি - সালমান মুহাম্মদ মুশাররফ


 রুটি

সালমান মুহাম্মদ মুশাররফ

তুমি কি দেখেছো কভু,

রুটি কীভাবে হয়?

আটার নরমে, তাওয়ার গরমে,

ফুলে ফুলে রুটি হয়।।

আমি তো দেখেছি কত না রুটি,

পুড়ে পুড়ে ছাই হয়।

বেলুনির চাপে কারো কারো রুটি,

মানচিত্রও হয়।

ভাজি রুটিগুলো টানার চোটে,

ছিড়ে ফানা ফানা হয়।

আটার নরমে, তাওয়ার গরমে,

ফুলে ফুলে রুটি হয়।

প্রতিদিন কত রুটি আসে যে 

টেবিলে থালা ভরে,

রুটি বানানোর ইতিহাসটুকু 

রয়ে যায় অগোচরে। 

কেউতো জানেনা রুটি তৈরিতে

কত ঘাম ঝরে যায়,

সুখী মানুষেরা রেডিমেড পেয়ে 

আরামে বসে খায়।

পাশাপাশি প্লেটে রুটি-গোশত

তবুও কেউ বুঝি কারো নয়।।

আটার নরমে তাওয়ার গরমে

ফুলে ফুলে রুটি হয়।।"

Post a Comment

0 Comments