ভূতের ভয়

 

ভূতের ভয় 

মোহাম্মদ মুজিবুল হক

ছোট্ট খোকন  কাঁদছে ভীষণ 

থামছে না একটি বার,

ভূতের গল্প শুনায়  অল্প

জননী সফল এই বার। 


ভূতের ভয়ে যায় ঘুমিয়ে

মা যে ভাবে মনে মনে,

দিলাম ধোঁকা হলো বোকা

করেছি কী তারই সনে?


চোখের মাঝে ঘুম নাই খোকার

যায় রে ভয়ে মরে,

প্রতিক্ষণে খোকার মনে

ভূতের চিন্তা ধরে।


সাড়াহীন সে মায়ের ডাকে

মা মুশকিলে পড়ে,

এমন নিশা কাটতে দিশা

মা যে খুঁজে মরে।


উপায় খোঁজে চোখ গো বুজে

এবার মা ডেকে কয়,

ভূত যে মরলো ভয় পালালো

ভূতের ডর খোকা  নয়।


খোকাসোনা খুশির পানা

নাচে সে তাই ধিন ধিন,

মায়ের বাণী সুমধুর জানি 

নির্ভয়ে কাটছে দিন।

Post a Comment

0 Comments