Type Here to Get Search Results !

কর্ণফুলীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

 


কর্ণফুলী প্রতিনিধি, ,

★ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ,

★রাত ৮টার দিকে বিস্ফোরিত হয়, 

★এলাকাবাসীদের আতঙ্ক,
★কোন হতাহত ও যানজট হয়নি,

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে “ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশন (ইউনিট-২)” নামের সিএনজি স্টেশনে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগস্ট) রাত আনুমানিক আটটার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোন হতাহত হয়নি, তবে সিএনজি স্টেশনের অফিস রুম থাই গ্লাস ভেঙ্গে যায়। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় ও পথচারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয়রা এসে ভিড় করে।


স্থানীয়রা জানান,  স্টেশনে যে মেশিন দিয়ে গ্যাস দেওয়া হয় সে মেশিনটি পুরাতন, এটি বিদেশের একটি গ্যাস স্টেশনের ব্যবহুত মেশিন ব্যাবহার করছে, এর কারণেই তাদের গ্যাস সংযোগ বারবার বিচ্ছিন্ন হয়।
আরো জানান, তারা এই পুরাতন মেশিনের কারণে তাদের স্টেশনটি যেদিন উদ্ভোধন করেন সেদিন দু'একটি গাড়িতে গ্যাস না দিতেই সমস্যা হয়ে যায়,  তাদের এই সমস্যা অনেক বার হয়েছে।

এদিকে বিস্ফোরণের পর রাত ১১ টায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় ইউএনও জানান, ফোর স্টার সিএনজি স্টেশনটির বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। পরিবেশ অধিদপ্তরের কোন নিয়মনীতি তোয়াক্কা না করে তারা রাত-বিরাতে গ্যাস বিক্রি করেছে। তাদের কাগজপত্র যাচাই করে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে ফোর স্টার সিএনজির মালিক মো: আনোয়ার হোসেন জানান, স্টেশনে সিলিন্ডারের বিকট আওয়াজ হলে স্থানীয়রা এখানে এসে ভিড় করে। মেশিনের প্রেসারের কারণে এমন দুর্ঘটনা হতে পারে। এটা টেকনিক্যাল বিষয়।

পরিবেশ ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে চাননা বলেন তিনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, “ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশন (ইউনিট-২)” নামের সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119