কর্ণফুলীর বড়উঠানে হাতির তাণ্ডব; ঘর-বাড়ি ভাংচুর!

ছবি: কর্ণফুলী টিভি 

কর্ণফুলী প্রতিনিধি,, 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে বন্য হাতি লোকালয়ে ঢুকে আক্রমণ করে পাঁচটি ঘর, গাইড ওয়াল ভাঙচুর ও ধান নষ্ট করেছে বলে জানিয়েছন ক্ষতিগ্রস্তরা।   বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে ৮নং ওয়ার্ডের  মৃত আবদুল মালেকের ছেলে মো আবু তাহেরের,আবুল হাসেমের ছেলে মো:  জাহাঙ্গীরের,হাবিবউল্লাহর ছেলে মো বাদশাহর,আবদুল মান্নানের ছেলে মো: রুবেলের এবং আহমেদ হোসেনের ছেলে মোঃ জাফরের ঘর ও বাড়ির গাইড ওয়াল ভাঙচুর করে।  এসময় নতুন পাড়া বড়উঠান সমাজ কল্যাণ সংস্থার অফিস এবং  জাফরের দোকানেও তাণ্ডব চালায়।

                                বিজ্ঞাপন দিন

স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের সময় ভাঙচুরের শব্দ কানে আসে। দরজা খুলে বাইরে বিশালাকারের দুইটি হাতিকে পাশের বাড়িগুলো ভাঙতে ও ঘরে ভেতরে থাকা ধানের বস্তা সুর দিয়ে টেনে বাইরে বের করতে দেখেই আতঙ্কিত হয়ে পড়ি। 


বড়উঠান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বিগত কয়েক বছর ধরে বন্য হাতির দল কর্ণফুলীর দেয়াঙ পাহাড়ে আসে। প্রতিদিন রাতে একজোট হয়ে হাতি দল আক্রমণ করে।


তিনি আরো জানান, রাতের আক্রমণ প্রতিহত করার চেষ্টাও করে স্থানীয়রা। কিন্তু বন্য হাতির তাণ্ডব নতুন নয়। প্রায় সময় গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে আসে হাতিগুলো। হাতির ভয়ে এখন রাতের ঘুম উড়ে গেছে আমাদের।   

                                বিজ্ঞাপন দিন

পটিয়া রেঞ্জের বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, পাহাড়ি অঞ্চলে খাদ্যের অভাবে বন্য হাতি লোকালয়ে চলে আসছে। ঘর ভাঙচুরের ব্যাপারে ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে আবেদন করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, দেয়াঙ পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলোর বিষয়ে বনবিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments