কর্ণফুলীতে ৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৭

 


কর্ণফুলী প্রতিনিধি, 

কর্ণফুলী এলাকায় একটি দেশীয় অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ধারালো চাকুসহ ৮ ডাকাতকে আটক করেছে র‌্যাব-৭।বৃহস্পতিবার (২৬ আগস্ট)  এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।

তিনি জানান, কর্ণফুলী এলাকায় কিছু লোক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৮ জনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১টি ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড গুলি, ২টি রামদা ও ৪টি চাকু উদ্ধার করা হয়।

তারা হলেন- মো. সোহেল (২৪), মো. মোজ্জাম্মেল হোসেন (২২), আলী আকবর (১৮), মো. বাবুল (২৪), মো. মোর্শেদ (২৪), মো. আসিফুল ইসলাম (১৯),  মো. রায়হান ইসলাম (১৮) ও মো.সোহান (১৮)।

আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে। আটক কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Post a Comment

0 Comments