নিজস্ব প্রতিনিধি,
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিশারীঘাট এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৮ আগস্ট) দুপুরে কর্ণফুলী নদীর ফিশারীঘাট ওমর আলী মার্কেট এলাকার কর্ণফুলীর তীর থেকে স্থানীয়দের সহযোগিতায় সদরঘাট নৌ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তার জামার পকেটে পাওয়া এনআইডি কার্ডে যুবকের নাম ফাইয়াজ নুর (২১) বলে জানা গেছে। তিনি নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনির মো. নুরুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে নদীতে একটি লাশ ভাসতে দেখে মাঝি মাল্লা ও লোকজনরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তার পকেটে পাওয়া আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী বায়োজিদ এলাকার কাউন্সিলের মাধ্যমে তার অভিভাবকদের খবর দিতে বলে।
সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, দুপুরে কর্ণফুলি নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশের দায়িত্বরত অফিসাররা। যুবকের পরিচয় পাওয়া গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇