আজ মেসির পিএসজি-অভিষেক;টিভি ও অনলাইনে কখন, কীভাবে দেখবেন?


স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ে যোগ দিলেও লিওনেল মেসি এখনো ফরাসি দলটির হয়ে মাঠে নামেননি। সেই অপেক্ষা শেষ হতে পারে আজ রোববার দিবাগত রাতে। শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন না এলে আজ রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হতে পারে মেসির অপেক্ষা, জানাচ্ছে ফরাসি সংবাদ মাধ্যম।


পুরো সময় না হলেও অন্তত কিছু মিনিট তাকে দিতেই পারেন পিএসজির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। সেটা না হলে যে মেসির অপেক্ষা বেড়ে যাবে আরও ১২ দিন। সেজন্যেই আজ রেঁসের মাঠেই প্রথমবারের মতো রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর বিজয়ীকে দেখা যেতে পারে প্যারিসিয়ানদের জার্সি গায়ে। 


মেসির পিএসজি অভিষেক কখন, কোথায় হবে, ও যেখানে, যেভাবে দেখবেন-

তারিখ- ৩০ জুলাই, সোমবার। 

সময়- রাত ১২-৩০ টা (বাংলাদেশ সময়)

ভেন্যু- স্তাদ অগাস্ত দেলঁ ২

টিভিতে দেখবেন যে চ্যানেলে- কালার্স টিভি।

অনলাইনে দেখবেন যেভাবে- ভুত অ্যাপ-এ, সাবস্ক্রিপশনের মাধ্যমে।

(এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট এর মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে)


*সূত্র- গোল ডট কম

Post a Comment

0 Comments