Type Here to Get Search Results !

কর্ণফুলীতে ছাত্রলীগের ফ্রি অক্সিজেন ও সিএনজি সার্ভিস সেবা চালু


কর্ণফুলী প্রতিনিধি, 

অতিমহারি করোনায় অক্সিজেন সংকটে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অপরদিকে লকডাউনের কারণে গাড়ি সংকটে রোগীকে হাসপাতালে নিতে হচ্ছে কষ্ট।   এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য ‘আখতারুজ্জামান বাবু ফ্রি অক্সিজেন ও সিএনজি সেবা’ নিয়ে পাশে দাঁড়িয়েছে কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ। নির্দিষ্ট নাম্বারে ‘হ্যালো ছাত্রলীগ’ বলে ফোন দিলেই রোগীর বাড়িতে গাড়ি বা হাসপাতালে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার।


সময়োপযোগী এই উদ্যোগটি বৃহস্পতিবার (৫ আগস্ট)  মইজ্জ্যারটেক চত্বরে “আখতারুজ্জামান বাবু ফ্রি অক্সিজেন সেবা ও সিএনজি সার্ভিস” এর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।


কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক এম.সাইফুদ্দিন, সাইদুল ইসলাম টুটুল, সোহেল আজাদ, আব্দুল আল নোমান, সদস্য ইনতেহাত রুবেল, আবুল বশর ছোটন, খোরশেদ টিপু, সাব্বির , নয়ন, মামুন, রিকি, রকি, সাকিব, নজরুল প্রমূখ।


এ সময় সাজ্জাদ হোসেন সাজিদ বলেন, দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর বেশি মানুষ মারা যাচ্ছে অক্সিজেন সংকটের কারণে। তাই দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের ভাইয়ের নির্দেশে সময়োপযোগী এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট নাম্বারের ফোন করলেই বাড়িতে বা হাসপাতালে পৌঁছে দেওয়া হবে সিএনজি এবং অক্সিজেন সিলিন্ডার। ছাত্রলীগের এই উদ্যোগ চলমান থাকবে।’


আরো বলেন, ব্যতিক্রমী এবং সময়োপযোগী এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের ধারণা পাল্টে যাবে। রোগী এবং স্বজনেরা বুঝতে পারবে ছাত্রলীগ সবসময় ভালো কাজের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119