বোধোদয়-মোহাম্মদ মুজিবুল হক


কবিতা:বোধোদয়

মোহাম্মদ মুজিবুল হক

লিখতে হবে, লিখছি যখন 

ক্যামনে নীরব থাকি?

হালচাল দেখে চমকে উঠি

সৃষ্টিকর্তাকে ডাকি।


কোভিড নামে গজব যখন

চলছে বিশ্ব মাঝে,

সেলেব্রিটির কর্মকাণ্ডে

পড়ছি ভীষণ লাজে।


যাদের কাছে আম জনতা

শিখার কিছু পায়, 

তাদের থেকে তারা এখন

মুক্তি পেতে চায়। 


রক্ষক যখন ভক্ষক সাজে

শান্তি যায় চলে, 

সংশোধনের পথে চললে

তবেই সুফল ফলে।


নৈতিকতার চর্চা হলে

আসবে নতুন ভোর, 

সবার বোধোদয় ঘটলে তবে

কাটবে সকল ঘোর।

Post a Comment

0 Comments