কাপুরুষ সমাচার - মোহাম্মদ মুজিবুল হক


 কাপুরুষ সমাচার

মোহাম্মদ মুজিবুল হক 

কলসি দরকারে পুকুরে যাবে 

পুকুর যায় না কভু,

আত্ম সম্মান হারিয়ে গেলেও

বিবেক জাগে না তবুও! 


নির্লজ্জ বেহায়ার দল দেখি

সদা বেহায়াপনায় থাকে,

মানুষের খোলস পরে তারা

নিজেকে আড়ালে রাখে।


মনোবল তাদের বড়ো দুর্বল 

থাকে না ওদের হিম্মত, 

ভীরুরা সদা নিজেকে লুকায়

আঁধার তাদের ভবিষ্যৎ। 


যারা সন্মুখপানে এগুতে চায়

দেখায় ওরা তাদের ভয়,

তাদের উপেক্ষা করে চললে

আসবে প্রতিক্ষিত জয়।


ওদের জীবনে থাকে নাতো

মহত্তের প্রতি অনুরাগ,

মানব কল্যাণে নাহি করে

কোনো কিছুই ত্যাগ।


সৃষ্টি করে শুধু অরাজকতা

করে থাকে খুনখারাবি, 

মানুষের স্বস্তি আর থাকে না

অশান্ত হয়ে যায় পৃথিবী। 


তাদের মুখোশ উন্মোচন করে 

সবাইকে জানাতে হবে, 

কাপুরুষদের দমন করা হলে

নিয়ম শৃঙ্খলা ঠিক রবে।

Post a Comment

0 Comments