Type Here to Get Search Results !

কর্ণফুলীতে ময়লা ফেলা নিয়ে মারামারি ; মামলা দায়ের

 


কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ড্রেনে ময়লা ফেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল খোয়াজনগর গ্রামের রফিক আহমেদের স্ত্রী ছালমা বেগম বাদী হয়ে কর্ণফুলী থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন-খোয়াজনগর মোনাফ বাড়ির মোহাম্মদ কামাল খাঁনের ছেলে আল আমিন (২৫), মৃত শাহাজানের ছেলে আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (৩০) ও মো জয়নাল (২৮) ও শাহাজানের স্ত্রী আক্তার বেগম (৫০), আল আমিনের স্ত্রী হাঁসি আক্তার (২৬)। এছাড়া অজ্ঞাত আরো ৩/৪ জন রয়েছে বলে এজাহারে উল্লেখ করেন।বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ।

মামলার বিবরণ সুত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা চরপাথরঘাটার খোয়াজনগর এলাকায় পাশাপাশি বসবাস করেন। দীর্ঘদিন যাবত বাদীর বাড়ি সংলগ্ন ড্রেনে ময়লা ফেলে আসছেন বিবাদীরা। তাদের একাধিক বার মানা করা হলেও মানছেন না বাধা। এরমধ্যে গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় এই ঘটনাকে কেন্দ্র করে ছালমা বেগমসহ তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় আসামিরা।এতে লোহার রড, দা ও লাঠিসোটার আঘাতে গুরুতর আহত হন নোমান, রফিক আহমেদ, বাহাদুর নুর জামালসহ কয়েকজন। আহতদের ওই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিবাদীরা জানান, আমরা চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে বাদিপক্ষের ৪ জনকে অভিযুক্ত করে ফৌজদারী অভিযোগ করেছি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এমদাদুল হক জানান, থানায় যেহেতু মামলা দায়ের করা হয়েছে। অবশ্যই তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119