কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি,
কর্ণফুলী উপজেলায় জর্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা এলাকার শাহ ছমিয়া নগর বাজার সংলগ্ন মো. ইউসুফের মালিকানাধীন জর্দা ফ্যাক্টরীতে এ অভিয়ান পরিচলনা করা হয়। এসময় কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা এবং কয়েক বস্তা নকল জর্দা জব্দ করে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ট্রেড মার্ক জালিয়াতি করে চরপাথরঘাটার ইউসুফ কেমিক্যাল কোম্পানীর মালিক মো. ইউসুফ এর কারখানায় সৌদিয়া জর্দা, শাহী মদিনা জর্দা নামে নকল জর্দা তৈরি করে বাজারজাত করে আসলে। এ সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা বলেন, বিধিমালা লংঘন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল জর্দা তৈরি করায় ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫-এর বিধান মতে আর্থিক দন্ড দিয়ে অবৈধ মালামাল জব্দ করা হয়।’
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিএমপি কর্ণফুলীর থানার এসআই আমির হোসেন, থানা পুলিশের ফোর্স, আনসার সদস্য এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মচারী।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇