শিক্ষাগুরু আলোর খনি – মোহাম্মদ মুজিবুল হক


শিক্ষাগুরু আলোর খনি

মোহাম্মদ মুজিবুল হক 


মাতা পিতা জন্ম দিলেন 

এলাম দুনিয়ায়, 

শিক্ষাগুরুর দীক্ষা ছাড়া 

মানুষ হওয়া দায়।


মানুষ গড়ার মন্ত্র তিনি—

শেখান অবিরত, 

শিক্ষকতা মহান পেশা

রাঙা ফুলের মত।


শিক্ষাগুরু আলোর খনি 

জ্ঞানের আলো দেন, 

আলোকিত মানুষ গড়তে

তিনি শপথ নেন।


সহজ সরল জীবন যাপন 

করেন তিনি রোজ,

নৈতিকতার বিষয় শেখান 

রাখেন সবার খোঁজ। 


তার আদর্শে দীক্ষা নিলে—

আলোর মানুষ হয়,

সবাই খারাপ হয় যদিও—

শিক্ষক খারাপ নয়। 

Post a Comment

0 Comments