![]() পাবনার ভাঙ্গুড়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবলীগ নেত্রী রুমানা আক্তার মিতু (৩৬) মারা গেছেন। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গত ২৪ অক্টোবর উপজেলার দিলপাশার রেলব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হন মিতু। তিনি পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালি বলেন, ২৪ অক্টোবর দিলপাশার রেলব্রিজে পরিবারসহ বেড়াতে গিয়েছিলেন মিতু। সে সময় তিনি রেল লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ তিনি ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার ১৩ দিন পরে যুবলীগ নেত্রী মারা গেছেন। |
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇