উপলব্ধি
মোহাম্মদ মুজিবুল হক
জীবন চলার পথে আছে
হরেক রকম দ্বন্দ্ব,
ওসব নিয়ে থাকলে হবে
জীবন চাকা বন্ধ।
সদ্ভাব আর সম্প্রীতিতে
অনেক শান্তি মিলে,
আপন করে নিতে হবে
সবাইকে সাফ দিলে।
ভেদাভেদ ভুলে গিয়ে
ঐক্য হলে তবে,
হিংসা বিদ্বেষ দূর হবে
সুখ পাবে সবে।
দুঃখীজনের দুঃখ হ্রাস
ধনবানের কাজে,
ভেদ বৈষম্যহীন এধরা
নতুন ভাবে সাজে।
সবার মনে জেগে উঠুক
উপলব্ধিটা এমন,
সব মানুষ থাকবে ভালো
থাকতে হয় যেমন।
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇