কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জোবাইদা আক্তার। মঙ্গলবার (৭ডিসেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বড়উঠান ইউনিয়নের ১ নং আসন থেকে মনোনয়ন পত্র জমা দেন জোবাইদা আক্তার এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মোমেনা আক্তার নয়ন। কিন্তু মোমেনা জমা দেওয়ার পর থেকে উঠে আসে নানা সমালোচনা। তথ্য গোপন করে ১নং আসনে নির্বাচন করতে ফরম জমা দিলে নির্বাচনী আইন লঙ্ঘন করার অভিযোগ এনে নির্বাচন কমিশন কর্তৃক লিখিত অভিযোগ দায়ের করেন জোবাইদা। পরে লিখিত অভিযোগ গ্রহণ হলে মনোনয়ন প্রত্যাহার করে নেন মোমেনা।
উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুর বলেন, বড়উঠান ইউনিয়নের ১নং সংরক্ষিত সদস্য পদে মোমেনা আক্তার নয়নের প্রত্যাহারের অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করা হয়।এই আসনে অন্য কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় জোবাইদা আক্তারকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মোহাম্মদ মনির, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি ০১৮৩৩২৭৭৪৬৭
0 Comments
এখানে আপনার মতামত দিন👇👇