Type Here to Get Search Results !

কর্ণফুলীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রার্থীকে সহ ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

 



কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আসন্ন ইউপি নির্বাচনের ৩ জন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ জন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীকেও জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাদের ৪ জনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার জুলধা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

জরিমানাকৃতরা হলেন, উপজেলার জুলধা ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের সমর্থক মো. আলী , একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ( স্বতন্ত্র)  রফিক আহমদ, চেয়ারম্যান প্রার্থী ( স্বতন্ত্র)  মো.মুছা ও মেম্বার প্রার্থী নুরুল ইসলাম নুরু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাঁদের ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

বিজ্ঞাপন

জ।


https://vindaleue.xyz/2025241470119