উত্তমর্ণ

 


উত্তমর্ণ

(রমা চৌধুরীকে নিবেদন করে লেখা)

মোহাম্মদ মুজিবুল হক 


ক্যামনে শোধি তোমার এই ঋণ 

যা নিতে না চাও,

স্বার্থহীনে দেশের তরে...

উজাড় করে দাও।


ছেলে স্বামী আর সম্ভ্রম 

সবই গেলো তোমার,

বিনিময়ে চাও নি কিছুই 

কখনো একটি বার।


দেশকে স্বাধীন করায় যাদের

নেই কোনো অবদান,

ক্যামনে তারা পায় রে আজি 

মন্ত্রীত্বের সম্মান? 


কে দেবে এই প্রশ্নের জবাব  

লজ্জায় মাথা হেঁট হয়, 

এই কষ্ট নিয়ে বেঁচে থাকা

মনে নাহি সয়।


যাদের ত্যাগে জাতি পেলো 

স্বাধীনতার সুখ, 

তারাই বড়ো অবহেলায়

মলিন তাদের মুখ।


স্বাধীনতার জন্য যারা 

রাখলো অবদান,

সর্বকালে সর্বযুগে

তারাই শ্রেষ্ঠ সন্তান।

Post a Comment

0 Comments